চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ১ জুন পেইচিংয়ে বলেছেন, চীন কূটনৈতিক পদ্ধতি শান্তিপূর্ণ উপায়ে ইরানের পরমাণু সমস্যা সমাধানের প্রয়াস সমর্থন করে, আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের ইচ্ছাকে স্বাগত জানায়।
যুক্তরাষ্ট্র ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানীর সঙ্গে ইরানের পরমাণু সমস্যা নিয়ে আলোচনা করতে প্রস্তুতি নিয়েছে, এই প্রসঙ্গে সংবাদদাতার এক প্রশ্নের উত্তর দেয়ার সময় লিউ চিয়ান ছাও বলেছেন, চীন আন্তর্জাতিক বিবাদে শাস্তি দান মূলতঃ সমর্থন করে না। ইরানের পরমাণু সমস্যায় আন্তর্জাতিক পরমাণু অস্ত্রের অবিস্তার ব্যবস্থা রক্ষা করা এবং সংলাপের মাধ্যমে রাজনৈতিক আলোচনায় শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান চীনের স্বার্থ এবং বিশ্বের অন্যান্য দেশের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ।
লিউ চিয়ান ছাও বলেছেন, আন্তর্জাতিক বিবাদ নিষ্পত্তির ব্যাপারে চীনের অধিষ্ঠান বরাবরই এক অর্থাত্ সংলাপ আর রাজনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণরুপে সমস্যা সমাধান করা। যদিও চীন আর ইরানের মধ্যে শক্তি সম্পদ ক্ষেত্রে সহযোগিতা রয়েছে, তবু ইরানের পরমাণূ সমস্যা সমাধানের ব্যাপারে চীন নিজের স্বার্থের কথা বিবেচনা করে না।
|