ভারতের পুলিশের গুলিতে ১ জুন মধ্য ভারতের নাগপুরে তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে ।
পুলিশ সূত্রে জানা গেছে , একই দিন বন্দুক আর বিস্ফোরকধারী তিন জন সন্ত্রাসী গাড়ি চালিয়ে মহারাষ্ট্র রাজ্যের নাগপুর শহরে অবস্থিত হিন্দু উগ্রপন্থী সংস্থা 'রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দফতরের ওপর হামলা চালিয়েছে । তারা পুলিশের সংগে গুলি বিনিময় করেছে । ফলে তিনজন সন্ত্রাসী নিহত আর দু'জন পুলিশ আহত হয়েছে ।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং একই দিন এই সন্ত্রাসী ঘটনার নিন্দা করেছেন এবং সমগ্র দেশের জনগণকে সংযম অবলম্বন করে সন্ত্রাসবাদের ওপর ঐক্যবদ্ধভাবে আঘাত হানার দাবি জানিয়েছেন ।
পুলিশ সন্দেহ করে যে , এই তিনজন সন্ত্রাসী ভারত নিয়ন্ত্রণাধীন কাশমিরের সশস্ত্র শক্তি লস্কর-তৈয়বার সংগে জড়িত ।
|