চীনের পররাষ্ট্র মন্ত্রণালযের মুখপাত্র লিউ চিয়ান ছাও ১ জুন পেইচিংয়ে একটি সংবাদ সম্মেলনে বলেছেন , আরব শান্তি প্রস্তাব গবেষণায় ফিলিস্তিন সরকারের একাগ্রচিত্ত ও সক্রিয় মর্মতেজ সম্পর্কে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আল জাহার যে বক্তৃতা দিয়েছে , তা একটি ইতিবাচক সংকেত । চীন তাকে স্বাগত জানায় ।
পেইচিংয়ে চীন-আরব সহযোগিতা ফোরামের দ্বিতীয় মন্ত্রী সম্মেলনে অংশগ্রহণকারী জাহার ৩১ মে এই মত প্রকাশ করেছেন যে , ফিলিস্তিনী সমস্যার ন্যায়পরায়ণ সমাধান অন্বেষণ করার জন্য ফিলিস্তিন সরকার একাগ্রচিত্তে আর সক্রিয়ভাবে আরব শান্তি প্রস্তাব নিয়ে গবেষণা করবে ।
|