৩১ মে বিশ্বের বিভিন্ন স্থানের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ রোমে অনুষ্ঠিত আন্তর্জাতিক বার্ড ফ্লু সম্মেলনে এই মর্মে এক মত হয়েছেন যে, বর্তমান বার্ড ফ্লু গবেষণা আরো গভীর কবার দরকার আছে, বার্ড ফ্লুর প্রতিরোধের জন্য আন্তর্জাতিক সমাজের সহযোগিতা আরো জোরদার করা উচিত।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফ.এ.ও'র প্রধান পশু চিকিত্সক জোসেফ ডোমেনেক একইদিন বলেছেন, এখন পর্যন্ত বিভিন্ন দেশ বার্ড ফ্লুর গবেষণায় ভাল ফল পায়নি, বার্ডফ্লুর কারণ , সংক্রমন, পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রে আরো প্রচেষ্টা করা খুবই প্রয়োজনীয় বলে আন্তর্জাতিক সমাজকে যথাক্রমে নিজের তথ্য ও অভিজ্ঞতা বিনিময় করতে হবে।
|