চীনের বিরাটাকারের রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক- ব্যাংক আব চায়নার শেয়ার বিক্রি ১ জুন হংকং স্টক এক্সচেঞ্জেসাফল্যের সংগে শুরু হয়েছে । বিক্রি করার সময় প্রতিটি শেয়ারের দাম পূর্বনির্ধারিত দামের তুলনায় ৬.৮ শতাংশ বেড়ে ৩.১৫ হংকং ডলারে দাঁড়িয়েছে ।
ব্যাংক অব চায়নার চেয়ারম্যান সিয়াও কাং শেয়ার বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন , ব্যাংক অব চায়নার শেয়ার এই প্রথম বারের মতো যে উন্মুক্তভাবে বিক্রি করা হয়েছে , আন্তর্জাতিক পুঁজি বাজারের ইতিহাসে তা হচ্ছে অন্যতম বৃহত্তম আর সফলতম শেয়ার বিক্রি । এতে চীনের অর্থনীতির দীর্ঘমেয়াদি আর সংস্কার ও উন্মুক্ততার ওপর আন্তর্জাতিক পুঁজিবিনিযোগকারীদের প্রত্যয় প্রতিফলিত হয়েছে ।
এবারকার শেয়ার বিক্রি করার জন্য ব্যাংক অব চায়না মোট ৭৫ বিলিয়ন হংকং ডলার পুঁজি সংগ্রহ করেছে ।
|