১ জুন আন্তর্জাতিক শিশু দিবস । চীনের রাষ্ট্রীয় পরিষদের নারী ও শিশু কার্যক্রম কমিশন সূত্রে জানা গেছে , চীনে শিশুদের বিকাশের অবস্থা আরো উন্নত হচ্ছে ।
জানা গেছে , গত কয়েক বছরে সুস্বাস্থ্য আর পুষ্টির দিক থেকে চীনের শিশুদের অবস্থা উন্নত হয়েছে । শিশুদের ন্যায়সংগত স্বার্থ আরো বেশি আইনগত রক্ষা পেয়েছে । পরিসংখ্যান অনুযায়ী , ২০০৪ সালে চীনের শিশুদের মৃত্যু হার ছিল ২ শতাংশ । ১৫ বছর আগের চেয়ে এই সংখ্যা অর্ধেক কমেছে । শিশুদের প্রতিষেধক টীকাদানের হার উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে ।
এর সংগে সংগে চীনের শিশুদের প্রাথমিক স্কুলে ভর্তি হার ৯৯ শতাংশ আর নিম্ন মাধ্যমিক স্কুলে ভর্তি হার ৯৮ শতাংশেরও বেশি হয়েছে ।
|