প্রিয় হে,
ভাবছ তুমি আছে বেঁচে ।
বেঁচে থাকা নয় গো বাঁচা,
মরণটাই তো আসল বাঁচা ।
ভাঙছো দালাল, গড়ছো দালাল,
ভাবছো তুমি ক্ষমতাশালী ।
মরলে সবই পড়ে রবে
সঙ্গে যাবে কাফন খালি ।
কাসছো তুমি খিলখিলিয়ে
ভাবছো তোমার অনেক টাকা ।
মরলে হাসি থেমে যাবে
সবই লাগবে ফাঁকা ফাঁকা ।
মিথ্যে মামলায় জিতে গিয়ে
ভাবছো তুমি জিতেই গেলে ।
মরলে তুমি বুঝবে ওগো
আসলে তুমি হেরেই গেলে ।
---বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার শিমূলী টিম্বরাস, সুরেশ চন্দ্র বিশ্বাস
|