জাহাজের ক্যাপ্টেন পদে এক ভদ্রলোক হন্টারভিট দিতে এসেছে ।
নিয়োগকর্তা: তুমি কি সাঁতার জান?
প্রার্থী: জিনা,স্যার
নিয়োগকর্তা: সেকি! জাহাজের ক্যাপ্টেন পদে চাকরি করতে এসেছ অথচ সাতারই জাননা ?
প্রার্থী: মাইন্ড করবেন না স্যার, পাইলটরাও তো উড়োজাহাজ চালায় তারা কি উড়তে জানে ?
--বাংলাদেশের ভোলা জেলার শম্ভুপুর গ্রামের জি.এস.রেডিও শ্রোতা ক্লাবের সভাপতি এম.এইচ.রনি
|