৩১ মে ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মোহম্মদ আব্বাস টিউনিসিয়ায় আন্তর্জাতিক সমাজের প্রতি ইস্রাইলের একপক্ষীয় সমাধান প্রস্তাব প্রত্যাখ্যান করা এবং ইস্রাইলকে চাপ দেয়ার জন্যে আহ্বান জানিয়েছেন । যাতে ইস্রাইলকে যত তাড়াতাড়ি সম্ভব ফিলিস্তিনের সঙ্গে বৈঠক আবার শুরু করতে বাধ্য করা যায় ।
তিনি বলেছেন, ইস্রাইল ফিলিস্তিনের প্রাপ্যটেক্স আটকে রেখেছে এবং সংশ্লিষ্ট দাতা দেশগুলো ফিলিস্তিন সরকারের কাছে সাহায্য বন্ধ করেছে বলে ফিলিস্তিনীরা এখন ক্ষুধার সম্মুখীন ।
তিনি উল্লেখ করেছেন, ফিলিস্তিনীরা এবং ফাতাহ অব্যাহতভাবে শান্তি প্রক্রিয়া সমর্থন করবে এবং জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাব আর আরব শান্তি প্রস্তাব মেনে চলবে, কিন্তু একতরফা সমাধানের কোনো প্রস্তাবই মেনে নেবে না।
ফিলিস্তিনীদের জাতীয় সংলাপ প্রসঙ্গে তিনি বলেছেন, ফিলিস্তিনের বিভিন্ন পক্ষের অনুমোদন পাওয়ার পর সংলাপ চালানো হয়েছে । তিনি আশা করেন আগামী দশ দিনের মধ্যে সংলাপে ইতিবাচক সাফল্য অর্জন করা যাবে ,নইলে গণভোটের আয়োজন হবে।
|