চীন আর রাশিয়ার কর্মকর্তারা ৩১ মে পেইচিংয়ে দুদেশের মধ্যে আন্তঃদেশীয় জলাশয়ের পানির উত্কৃষ্টতা নিয়ে যৌথ তত্ত্বাবধান ও জরীপ সংক্রান্ত একটি পরিকল্পনা স্বাক্ষর করেছেন । এই পরিকল্পনা অনুযায়ী , ২০০৭ সাল থেকে চার বছরের মধ্যে দুদেশের মধ্যে আন্তঃদেশীয় জলাধারের পানির উত্কৃষ্টতা তত্ত্বাবধান , জরীপ ও সুরক্ষার কাজ চালাবার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
দুপক্ষের কর্মকর্তারা বলেছেন , পরিকল্পনা স্বাক্ষা থেকে দুদেশের সরকারের সৌহার্দ্যপূর্ণ , সহযোগিতামূলক আর দায়িত্বশীল মর্মতেজ প্রতিফলিত হয়েছে । এটা অবশ্যই পরিবেশ সুরক্ষার বিষয়ে দুদেশের সহযোগিতার ওপর সুগভীর প্রভাব ফেলবে ।
|