চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়া শুয়েন ৩১ মে পেইচিংয়ে চীন-আরব সহযোগিতা ফোরামের দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে উপস্থিত আরব লীগের মহাসচিব আমর মোহাম্মদ মুসার সঙ্গে সাক্ষাত্ করেছেন। দু'পক্ষ চীন-আরব সহযোগিতা ফোরামের প্রতিষ্ঠাএবং নতুন যুগে চীন-আরব সম্পর্কের উন্নয়ন প্রভৃতি বিষয় নিয়ে গভীরভাবে মত বিনিময় করেছে।
চীন-আরব সহযোগিতা ফোরামের দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন ৩১ মে থেকে ১ জুন পর্যন্ত পেইচিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। এটা হচ্ছে চীনে চীন আরব সহযোগিতা ফোরামের প্রথম মন্ত্রী পর্যায়ের সম্মেলন । এবারকার সম্মেলনের প্রসঙ্গ হচ্ছে চীন-আরব নতুন অংশদারিত্ব গড়ে তোলা। ২২টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী বা মন্ত্রীর প্রতিনিধিরাএবং আরব লীগের মহাসচিব সম্মেলনে উপস্থিত হয়েছেন।
মুসা ৩০ মে পেইচিংয়ে পৌঁছেন। তিনি মধ্যপ্রাচ্য বিষয়াদিতে চীনের ভূমিকার ইতিবাচক মূল্যায়ন করেছেন।
|