৩১ মে বিশ্ব ধুমপানবিহীন দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৩০ মে জেনিভায় উল্লেখ করেছে, বর্তমানে নানা রকমের তামাকজাত দ্রব্য অধিক থেকে অধিকতর হয়েছে। বিভিন্ন দেশের সরকারের কঠোরভাবে সকল তামাকজাত দ্রব্য তত্ত্বাবধান করা উচিত।
খবরে জানা গেছে, চলতি বছরের ধুমপানবিহীন দিবসের প্রসঙ্গ হচ্ছে "তামাক প্রাণকে গ্রাস করে"। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত ইস্তাহারে উল্লেখ করা হয়েছে, যে কোন ধরনের প্যাকিং বা নামের তামাক দ্রব্য সবই সহজে নেশা গ্রস্ত করতে পারে, তাই তা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কি মারাত্মক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা উল্লেখ করেছে, যুবকযুবতীরা হচ্ছেন তামাকের বড় শিকার। সংশ্লিষ্ট দেশ তামাক নিয়ন্ত্রণের সার্বিক পরিকল্পনা প্রণয়ন করে নানা ধরনের তামাক পণ্যভোগ দমন করা উচিত।
|