৩১ মে ৯৫তম আন্তর্জাতিক শ্রমিক সম্মেলন জেনিভায় উদ্বোধন হয়েছে। ১৭০টি দেশের মন্ত্রী , কর্মকর্তা এবং ট্রেড ইউনিয়ন ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাসহ মোট ৩ হাজারেরও বেশি লোক এই সম্মেলনে অংশ নিচ্ছেন।
এবারকার সম্মেলনে আন্তর্জাতিক শ্রমিক সংস্থার মহাপরিচালক জুয়ান সোমাভিয়ার উপস্থাপিত " পরিবর্তনশীল শ্রমিক বিশ্ব" শীর্ষক বিষয়কে কেন্দ্র করে, বিশ্বব্যাপী দরিদ্র ও দরিদ্র্য পরিবারের কর্মসংস্থানের সুযোগ, সামাজিক নিশ্চয়তাবিধান ও অধিকার সুরক্ষা ক্ষেত্রের সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে । এই সম্মেলনে বিশেষ করে শিশুশ্রমিক সমস্যা কার্যকরভাবে দূর করার উপায় নিয়ে আলোচনা হচ্ছে। তাছাড়া, এই সম্মেলনে কারিগরী কমিটি প্রতিষ্ঠা , কর্মসংস্থানের নিরাপত্তা ও স্বাস্থ্য, কর্মচারী সম্পর্ক একং প্রযুক্তিগত সহযোগিতা ইত্যাদি সমস্যা নিয়েও আলোচনা করছে।
|