৩১ মে বিকালে দুদিনব্যাপী চীন-আরব সহযোগিতা ফোরামের দ্বিতীয় দফা মন্ত্রী পর্যায়ের সম্মেলন পেইচিংয়ে উদ্বোধন হয়েছে। তা হচ্ছে চীনে অনুষ্ঠিত চীন-আরব সহযোগিতা ফোরামের প্রথম মন্ত্রী পর্যায়ের সম্মেলন ।
২২টি আরবদেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিনিধি এবং আরব লীগের মহাসচিব এই সম্মেলনে অংশ নেন। এবারকার সম্মেলনের লক্ষ্য হচ্ছে চীন-আরব নতুন অংশীদারিত্বের সম্পর্ক স্থাপন করা।এই সম্মেলন আগামি দু'বছরের ফোরামের গুরুত্বপূর্ণ সহযোগিতার ক্ষেত্র যাচাই করবে এবং আগামি পর্যায়ের ফোরামের সুনির্দিষ্ট লক্ষ্য ও কর্তব্য নির্ধারণ করবে। আরো জানা গেছে, এই সম্মেলন আরো যৌথ প্রস্তাব এবং ধারাবারিক প্রস্তাব স্বাক্ষর করবে।
২০০৪ সালের জানুয়ারি মাসে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও-এর মিসর সফরের পর এই চীন-আরব সহযোগিতা ফোরাম প্রতিষ্ঠিত হয়েছে। ঐবছরের সেপ্টেম্বর মাসে চীন-আরব সহযোগিতা ফোরামের প্রথম দফা মন্ত্রী পর্যায়ের সম্মেলনআয়োজিত হয়েছে বলে ফোরাম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ফোরামের স্থাপনে দুপক্ষ সমান পারিস্পরিক উপকারিতামুলক সহযোগিতার ভিত্তিতে মিলিত সংলাপ, আদানপ্রদান ও সহযোগিতা করার জন্যে নতুন প্লটিফর্ম দিয়েছে।
|