চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র লি উই ই ৩১ মে পেইচিংয়ে বলেছেন , তাইওয়ান কর্তুপক্ষ সম্প্রতি যে তথাকথিত দেশের নিরাপত্তা রিপোর্ট প্রকাশ করেছে , তা সরাসরি দুই তীরের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নের ক্ষতি সাধন করেছে ।
১৮ মে প্রকাশিত তাইওয়ান কর্তৃপক্ষের তথাকথিত দেশের নিরাপত্তা বিষয়ক একটি রিপোর্টে সামরিক উথ্থান , তাইওয়ান প্রণালীর আশেপাশের অঞ্চলের প্রতি মূলভূভাগের হুমকী , মূলভূভাগের পররাষ্ট্র অবরোধসহ তাইওয়ানের বিরুদ্ধে মূলভুভাগের তথাকথিত ন'টি হুমকীর কথা বিবৃত করা হয়েছে ।
লি উই ই একটি তথ্য-জ্ঞাপন-সভায় বলেছেন , তাইওয়ান কর্তৃপক্ষের নেতৃবৃন্দ একগুঁয়েভাবে যে স্বাধীন তাইওয়ান প্রয়াসী ও মাতৃভূমিকে বিভক্ত করার দৃষ্টিভঙ্গিতে অবিচল থাকে , তথাকথিত দেশের নিরাপত্তা রিপোর্টে তা আরেকবার উদ্ঘাটিত হয়েছে । তিনি বলেছেন , তাইওয়ান কর্তৃপক্ষের নেতৃবৃন্দ দুই তীরের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়নে তাইওয়ানী জনগণের আশা-আকাংক্ষা উপেক্ষা করে স্বাধীন তাইওয়ান সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে আর দুই তীরের উত্তেজনাসংকুল পরিস্থিতি সৃস্টি করছে ।
|