v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-31 14:58:47    
৩১ মে ক্রীড়া সংবাদ

cri

    ২৮ মে যুক্তরাষ্ট্রে আয়োজিত ট্র্যাক আ্যান্ড ফিল্ড প্রতিযোগিতায় চীনের বিখ্যাত দৌড়বিদ লিও শিয়াং পুরুষদের ১১০ মিটার হাডলসের শীরোপা অর্জন করেছেন। এবারকার প্রতিযোগিতায় তিনি ১৩.২১ সেকেন্ট সময় নিয়ে চলতি বছরে বিশ্বের সবচেয়ে ভাল রেকর্ড সৃষ্টি করেছেন।

   

চীনের ২০০৬ সালের আন্তর্জাতিকনারী ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ২০০৬ ২৮ মে চীনের পূবার্ঞ্চলের নিনপো বন্দর শহরে অনুষ্ঠিত হয়েছে। আ্যাথেন্স অলিম্পিক গেমস আর বিশ্ব কাপ চ্যাম্পীয়ন চীন দল ৩:০ সেটে কিউবার দলকে পরাজিত করে চ্যাম্পীয়ন হয়েছে। কিউবা , নেদারল্যান্ড আর রাশিয়া যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ হয়েছে ।

    ২০০৬ সালের বিশ্ব কাপ শুটিং প্রতিযোগিতা ২৮ মে জার্মানীতে সমাপ্ত হয়েছে। চীন দল মোট ২টি স্বর্ণপদক, ৩টি রৌপ্য পদক এবং ৪টি ব্রোঞ্জপদকঅর্জন করেছে।

   

২৮ মে চীনের হাংযৌ শহরে অনুষ্ঠিত বিশ্ব যুব ভারোত্তোলন প্রতিযোগিতায় চীনের ক্রীড়াবিদ লি জেন পুরুষদের ৫৬ কেজি শ্রেণী স্ন্যাচ প্রতিযোগিতায় শীরোপা অর্জন করেছেন।

   

২৮ মে বিশ্ব সৈকত ভলিবল ভ্রাম্যমান প্রতিযোগিতার সাংহাই ধাপ প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে । চীনের শিয়ে জেন আর জেন শি বাও তাদের খেলার সঙ্গী অন্য দুজন চীনা খেলোয়াড় থিয়েন চিয়া আর হওয়ার চিকে পরাজিত করে নারী গ্রুপের চ্যাম্পীয়ন হয়েছেন।

   

সম্প্রতি চীনের ছাংছুন য়াথাই আর পেইচিং গুআন ফুটবল ক্লাব প্রকাশ করেছে, তাদের দল শক্তিশালী করার জন্যে এ দুটো ফুটবল ক্লাব স্পেনেররিয়েল মাদ্রিদের জিনেদিনে জিদানেকে আমন্ত্রণ জানাতে চায়। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন, জামার্নী বিশ্ব কাপ প্রতিযোগিতায় যোগ দেওয়ার পর তিনি অবসর নেবেন। কিন্তু রিয়েল মাদ্রিদ ফুটবল ক্লাবেরনাম প্রকাশ অনিচ্ছুকএকজন লোক বলেছেন, জিনেডিনে জিডানে প্রত্যক্ষভাবে চীনের আমন্ত্রণ প্রত্যাখার করেননি।

    নেপাল সরকার ঘোষণা করেছে, চলতি বছরের বসন্তকালে ১৭টি বিদেশী দল নেপালের অনুমোদন পেয়ে নেপালের পাশ দিয়ে জুমোলামা শৃংগে আরোহন করেছে। ২৮ মে পযর্ন্ত মোট ১৯৪জন সাফল্যজনকভাবে বিশ্বের এই সর্বোচ্চ শৃংগে আরোহন করেছেন। এ সব পবর্তরোহীযুক্তরাষ্ট্র , ব্রিটেন ,চীন আর অন্যান্য অঞ্চল থেকে এসেছেন। উল্লেখ্য ১৯৫৩ সালের ২৯ মে প্রথম পবর্তারোহীদল সাফ্যজনকভাবে জুমোলাংমা শৃংগে আরোহন করার পর থেকে মোট ১৭০০জন লোক নেপালের পাশ দিয়ে বিশ্বের এই সর্বোচ্চ শৃংগে আরোহন করেছেন। এতক্ষণ খেলার খবর শুনলেন। এখন অলিম্পিক সম্বন্ধে কিছু শোনাবো।