v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-31 10:34:07    
৩১মে

cri
    চীন - সোভিয়েত "অমীমাংসিত সমস্যা সমাধানের কর্মসূচি চুক্তি" স্বাক্ষরিত

    ১৯২৪ সালের ৩১ মে চীন ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে "অমীমাংসিত সমস্যা সমাধানের কর্মসূচি চুক্তি" স্বাক্ষরিত হয়। এই চুক্তির সংক্ষিপ্ত নাম: " চীন-সোভিয়েত চুক্তি"। এই চুক্তির প্রধান বিষয়বস্তু : এক) চীন আর রাশিয়ার মধ্যেকার যাবতীয় অসম চুক্তি বাতিল করা; দুই) সোভিয়েত ইউনিয়ন চীনে সাম্রাজ্যবাদী জার রাশিয়ার দখলকৃত যাবতীয় কনসেশন বা ইজারা ভূমি চীনকে ফেরত দেয়; তিন) বৃহত্ শক্তিসমূহের সঙ্গে চীনের স্বাক্ষরিত কেংচি চুক্তিতে নির্ধারিত ক্ষতিপূরণের মধ্যে রাশিয়ার প্রাপ্য অংশটা সোভিয়েত ইউনিয়ন ছেড়ে দেয়; চার) সোভিয়েত ইউনিয়ন চীনে সাম্রাজ্যবাদী রাশিয়ার ভোগ-করা " রাষ্ট্রের ক্ষমতা ও আইনের ঊর্ধ্বে থাকার বিশেষ সুবিধা" পরিত্যাগ করে; পাঁচ) চীন রাশিয়ার নিয়ন্ত্রিত উত্তরপূর্ব চীনের একটি রেল পথের মালিকানা সুবিধাজনকভাবে ফেরত্ কিনে নিতে পারে। ছয়) সোভিয়েত ইউনিয়ন স্বীকার করে যে, বহি:-মঙ্গোলিয়া হচ্ছে চীনের ভূভাগ, বহি:-মঙ্গোলিয়ার ওপর চীনের পূর্ণাঙ্গ সার্বভৌমত্ব রয়েছে।

    চীনে প্রথম মটোরগাড়ি তৈরী

    ১৯৩১ সালের ৩১ মে চীনে প্রথম মোটরগাড়ি তৈরী হয়। এটি ছিল মিনশেং মার্কার ৭৫ টাইপের মালবাহী গাড়ি। এই গাড়ির কিছু যন্ত্রাংশ ছাড়া বাকী সব যন্ত্রাংশ চীনের তৈরী। শুধু অল্পকিছু যন্ত্রাংশ , যেমন ইঞ্জিনের ক্রেংকশিফ্ট ইত্যাদি চীনা কারখানাটির ডিজাইন অনুযায়ী এবং কারখানাটির অনুরোধে বিদেশী কারখানায় তৈরী করানো হয়।

    চীন-মঙ্গোলিয়া মৈত্রী চুক্তি স্বাক্ষরিত

    ১৯৬০ সালের ৩১ মে উলানবাতর শহরে চীন-মঙ্গোলিয়া মৈত্রী ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। একই বছরের ১২ অক্টোবর থেকে এই চুক্তি বলবত্ হয়। চুক্তিতে দুপক্ষ এই মত প্রকাশ করে যে, দু'পক্ষ পরস্পরের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার প্রতি সম্মানপ্রদর্শন , পরস্পরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা, এবং সমতা ও পারস্পরিক সুবিধাপ্রদানের ভিত্তিতে বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক সুসংবদ্ধ ও উন্নত করবে।

    চীন - মালয়েশিয়া কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত

    ১৯৭৪ সালের ৩১ মে চীন ও মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

    মালয় ভাষায় "মালয়" শব্দটির অর্থ সোনা। মালয়েশিয়ার ভূখণ্ড দক্ষিণচীন সাগর দ্বারা পূর্ব ও পশ্চিম দুই ভাগে বিভক্ত। মালয়েশিয়ার মোট আয়তন ৩.২ লাখ বর্গকিলোমিটার, লোকসংখ্যা দুই কোটি। তার মধ্যে ৫৮.১ শতাংশ মালয় জাতি, ৩১.৩ শতাংশ চীনা বংশোদ্ভূত মালয়েশিয়ান। রাষ্ট্রভাষা হলো মালয় ভাষা। মালয়েশিয়ায় ইংরেজি ভাষাও প্রচলিত। ইসলাম হলো রাষ্ট্রীয় ধর্ম। রাজধানী কুয়ালালাম্পুর।

    ত্রয়োদশ বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

    ১৯৮৬ সালের ৩১ মে ত্রয়োদশ বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা মেক্সিকো শহরে উদ্বোধন হয়। ১২১টি দেশ ও অঞ্চল বাছাই পর্বের প্রতিযোগিতায অংশ গ্রহণ করে। অবশেষে ২৪টি দল মেক্সিকোতে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

    ৩০ জুন আর্জেণ্টিনা তিন-দুই গোলে জার্মানিকে পরাজিত করে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়।