চীন-স্পেন ফোরামের তৃতীয় অধিবেশন ২১ মার্চ সাংহাইতে উদ্বোধন হয়। দু'দিনব্যাপী অধিবেশনে দু'দেশের সংশ্লিষ্ট বিভাগের প্রায় ২'শ প্রতিনিধি "সার্বিক সহযোগিতা, উভয়ের উপকারও কল্যাণ সাধন " এই প্রসঙ্গের ভিত্তিতে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ওলিম্পিক্স ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা গভীর করার বিষয় নিয়ে আলোচনা করেছেন।
২০০৩ সালের জুলাই মাসে দু'দেশ সরকার উদ্যোগে চীন-স্পেন ফোরাম পেইচিংয়ে অনুষ্ঠিত হয়। এই ফোরাম হচ্ছে বেসরকারী, উচ্চ পর্যায়ের ও আন্তঃবিভাগীয় কাঠামোগত সংস্থা। চীন পক্ষের চেয়ারম্যান হচ্ছেন প্রাক্তন গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস-চেয়ারম্যান হু ছি লি এবং স্পেন পক্ষের চেয়ারম্যান হচ্ছেন প্রাক্তন আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির চেয়ারম্যান জুয়ান আন্টোনিও সামারাঞ্চ। চীন পক্ষের কমিটি ও স্পেন পক্ষের কমিটি দু'দেশ সরকারের সংস্থা, বেসরকারী সংস্থা ও সামাজিক সংস্থার বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের নিয়ে গঠিত। ফোরামের লক্ষ্য হচ্ছেঃ রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ক্রিড়া ইত্যাদি ক্ষেত্রে দু'দেশের আদান প্রদান জোরালো ও সক্রিয় থাকা।
রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও ক্রিড়া চারটি উপ-কমিটি ফোরামের অধীনস্থ সংস্থা। নীতিগতভাবে প্রতি বছর পালাক্রমেদু'দেশে একবার অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশন ২০০৩ সালের ১৮ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত পেইচিংয়ে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশন ২০০৪ সালের ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত। দু'দেশের সহযোগিতার ক্ষেত্র আরো সর্বাঙ্গীণ করার জন্য, এবারকার অধিবেশনে আগেকার চারটি কমিটির ভিত্তিতে স্থানীয় ও নগর কমিটি এবং আইন কমিটি বাড়ানো হয়েছে।
ফোরাম প্রতিষ্ঠার ওপর দু'দেশের সরকার উচ্চ গুরুত্ব দিয়েছে। চীনের প্রেসিডেন্ট হু চিন থাও এবং স্পেনের রাজা জুয়ান কার্লোস-১ ফোরামের প্রধান দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেছেন।
|