৩০ মে মার্কিন হোয়াইট হাউসের মুখপাত্র টনি স্নো এক তথ্যজ্ঞাপন সভায় বলেছেন, ইরান ইইউ'র সঙ্গে পরমাণু সমস্যা সংক্রান্ত বৈঠক পুনরায় শুরু হওয়ার প্রস্তুতি ঘোষণা করেছে বলে যুক্তরাষ্ট্র একে স্বাগত জানিয়েছে এবং আশা করে বৈঠক ফলপ্রসূ হবে।
ইরানের পরমাণু সমস্যায় যুক্তরাষ্ট্রের অধিষ্ঠান স্নো আবার ঘোষণা করেছেন এবং তিনি বলেন, ইরানকে সবই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সকল তত্পরতা বন্ধ করতে হবে।
জানা গেছে, একই দিন মালয়েশিয়ায় জোট নিরপক্ষে আন্দোলনের মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নেয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানোছের্ মোত্তাকি বলেন, ইরান অবিলম্বে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে ইরানের পরমাণু সমস্যা সংক্রান্ত বৈঠক পুনরায় শুরু করার জন্য প্রস্তুত। কিন্তু তিনি জোর দিয়ে বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা বিদ্যুত্ উত্পাদনের জন্য, সামরিক লক্ষ্যে নয়।
|