৩০ মে আরব লীগের মহাসচিব আমর মুসা পেইচিংয়ে বলেছেন, মধ্যপ্রাচ্য বিষয়ে চীনের ভূমিকার প্রতি আরব লীগ ইতিবাচক মূল্যায়ন করে।
তিনি বলেন, চীন সব সময় আরবদের ন্যায্য ব্রত ও বৈধ অধিকার সমর্থন করে। সুদান, ইরাক ও ফিলিস্তিন সমস্যায় আরব লীগের চীনের সঙ্গে আলোচনা করা উচিত। যাতে আরো কল্যাণকর সমাধানের উপায় খুঁজে বের করা যায়।
ফিলিস্তিন-ইসরাইল সমস্যা সম্পর্কে তিনি বলেন, আরব লীগ সব সময় দখলিকৃত ভূ-ভাগ ফেরত দেয়া, ফিলিস্তিন দেশ প্রতিষ্ঠা করা এবং ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছে।
ইরাকের পুনর্গঠনে ভূমিকা সম্পর্কে তিনি বলেন, আরব লীগ প্রধানত ইরাকের অভ্যন্তরীণ সকল দলের সমঝোতা প্রতিষ্ঠায় সাহায্য করে। ইরানের পরমাণু সমস্যা সম্পর্কে তিনি বলেন, পরমাণু সমস্যা শুধু ইরানের সঙ্গে সম্পর্কিত নয়, ইসরাইলের সঙ্গেও সম্পর্কিত। মধ্যপ্রাচ্যের পরমাণু পরিস্থিতি প্রতি দেশের সঙ্গে সম্পর্কিত। তার লক্ষ্য মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্রবিহীন অঞ্চল প্রতিষ্ঠা করা উচিত।
|