শ্রীলংকা সরকার ৩০ মে এক বিবৃতিতে বলেছে, ইউরোপীয় ইউনিয়ন সরকার বিরোধী তামিল ইলাম টাইগার মুক্তি সংস্থাকে যে সন্ত্রাসী সংস্থার তালিকাভুক্ত করেছে, তাতে এই সংস্থাটি সরকারের সঙ্গে শান্তি আলোচনা পুনর্বার শুরু করতে উদ্বুদ্ধ হবে বলে আশা করা যায়।
শ্রীলংকার প্রেসিডেন্টের সচিবালয় এক বিবৃতিতে বলেছে, ই ইউর এই পদক্ষেপ টাইগার সংস্থাকে নিরীহ নাগরিক, যুদ্ধবিরতি চুক্তির তত্ত্বাবধানকারী ব্যক্তি আর নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বলপ্রয়োগের তত্পরতা থেকে নিরস্ত করবে। তারা আশা করেন, নরওয়ের মধ্যস্থতায় টাইগার সংস্থা আলোচনা পুনরুদ্ধার করার ব্যাপার আবার বিবেচনা করবে।
উল্লেখ্য যে, ২৯ মে ইইউ টাইগার সংস্থাকে সন্ত্রাসী সংস্থার তালিকাভুক্ত করেছে। এর আগে যুক্তরাষ্ট্র, ভারত আর ব্রিটেন প্রভৃতি দেশ টাইগার সংস্থাকে সন্ত্রাসী সংস্থার তালিকাভুক্ত করেছে।
|