১৫ অক্টোবর সংসদের নিম্ন পরিষদের পূর্ণঃ নির্বাচন সম্পর্কে নির্বাচন কমিশনের দেয়া প্রস্তাব ৩০ মে থাইল্যান্ডের তত্ত্বাবধায়ক মন্ত্রীসভা অনুমোদন করেছে ।
থাইল্যান্ডের তত্ত্বাবধায়ক মন্ত্রীসভার উপপ্রধানমন্ত্রী ভিসানু একই দিন সংবাদদাতাদের বলেছেন , নির্বাচনের নতুন তারিখ সকল রাজনৈতিক পার্টির জন্যেই ন্যায্য । কারণ চার মাস নির্বাচনের প্রস্তুতি নেয়ার জন্যে যে কোনো পার্টির পক্ষে যথেষ্ট ।
থাইল্যান্ডের সাংবিধানিক আদালত নিম্ন পরিষদের ২ এপ্রিলেরনির্বাচন অবৈধ ঘোষনা করার পর নির্বাচন কমিশন নির্বাচনের নতুন তারিখ স্থির করার জন্যে বিভিন্ন পার্টির সঙ্গে দুবার আলোচনা করেছে এবং অবশেষে ১৫ অক্টোবর নির্বাচনের তারিখ স্থির করেছে । কিন্তু থাইল্যান্ডের তিনটি প্রধান বিরোধী পার্টি আলোচনায় অনুপস্থিত ছিল এবং তারা নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি জানিয়েছে ।
|