৩০ মে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও পেইচিংয়ে বলেছেন, অনুষ্ঠিতব্য শাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের বিশেষ তাত্পর্য আছে, এটা ইউরেশিয়ায় একটি স্থায়ী শান্তি ও যৌথ সমৃদ্ধির সুষম এলাকার প্রতিষ্ঠা ত্বরান্বিত করার জন্য সহায়ক হবে।
হু চিনথাও একইদিন শাংহাই সহযোগিতা সংস্থাভূক্ত দেশগুলোর সংবাদ-মাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে এসব কথা বলেন।
তিনি আরো বলেছেন, শাংহাই সহযোগিতা সংস্থার আসন্ন সম্মেলনে তিনি চীন, রাশিয়া, কাজাখস্তান ইত্যাদি ছয়টি সদস্যদেশের প্রধান রাজনীতি, নিরাপত্তা, অর্থনীতি ও সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে পারস্পরিক উপকারিতামুলক সহযোগিতা নিয়ে গভীরভাবে মত বিনিময় করবেন এবং গুরুত্বপূর্ণ প্রস্তাব প্রণয়ন ও স্বাক্ষর করবেন। বিভিন্ন পক্ষ আরো একাগ্রচিত্তে এই সংস্থার প্রতিষ্ঠার পর পাঁচ বছরে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার সারসংকলন করবে, বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি সার্বিকভাবে বিশলেষণ করে আগামি দফা উন্নয়নের জন্যে পরামর্শ করবে এবং সুনির্দিষ্ট সহযোগিতার কর্মসূচি ও ব্যবস্থা নির্ধারণ করবে।
|