চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ৩০ মে পেইচিংয়ে একটি নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন , চীন হামাসের প্রতি ফিলিস্তিনী জনগণের মৌলিক স্বার্থ বিবেচনা করে সহিংসতা পরিত্যাগ করা , ইসরাইলকে স্বীকৃতি দেয়া আর ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত প্রটোকল গ্রহণ করার আহবান জানিয়েছে ।
সংবাদদাতার সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরে তিনি বলেছেন , মধ্য-প্রাচ্য সমস্যা সম্পর্কিত বিভিন্ন পক্ষকে জাতিসংঘের সংশ্লিষ্ট প্রস্তাব আর জমির বিনিময়ে শান্তি অর্জনের নীতির ভিত্তিতে রাজনৈতিক আলোচনার মাধ্যমে পারস্পরিক বিরোধ নিরসন করতে হবে এবং শান্তিপূর্ণ সহাবস্থান বাস্তবায়িত করতে হবে ।
তিনি বলেছেন , ফিলিস্তিনী পররাষ্ট্র মন্ত্রী চীনে অনুষ্ঠিতব্য চীন-আরব সহযোগিতা ফোরামের দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের অধিবেশনে অংশ নেবেন । তখন চীন এই অধিবেশনে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করবে ।
|