২৯ মে চীনের শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত তথ্যজ্ঞাপন সভা থেকে জানা গেছে, ভবিষ্যতে বিদেশে সরকারী অর্থে পাঠানো চীনা ছাত্রছাত্রীদের সংখ্যা অব্যাহতভাবে বাড়বে, যাতে তারা দ্রুত আর্থ-সামাজিক বিকাশের দাবি মেটাতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় বিভাগের পরিচালক ছাও কুও শিং বলেছেন, চলতি বছরে কেন্দ্রীয় সরকার পরবর্তী পাঁচ বছরে বিদেশে সরকারী অর্থে পাঠানো ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়ানোর জন্য অর্থ বরাদ্দ বাড়িয়েছে। তা ছাড়া, শিক্ষা মন্ত্রণালয় আন্তর্জাতিক সহযোগিতা ও আদান-প্রদান জোরদার করবে, বিদেশে পাঠানোর পদ্ধতি সম্প্রসারণ করবে, বিদেশে পাঠানো ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়াবে। তিনি আরো বলেছেন, পরবর্তী পাঁচ বছরে বিদেশে অধ্যয়নরত চীনের উচ্চ মানের স্নাতকত্তোর ছাত্রছাত্রীদের সংখ্যা ১০ হাজারে দাঁড়াবে।
জানা গেছে, গত বছরে বিদেশে চীনের সরকারী অর্থে পাঠানো ছাত্রছাত্রীদের সংখ্যা ছিলো সাত হাজারাধিক , যা আগের বছরের চেয়ে ৭৫ শতাংশ বেশি। চীনের ছাত্রছাত্রীদের লেখাপড়ার প্রধান গন্তব্য দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানী, অস্ট্রেলিয়া এবং ক্যানাডা।
|