সুদানের প্রেসিডেন্ট আল-বাশিরের নেতৃত্বাধীন সুদানের গণ জাতীয় কংগ্রেস আর গণ মুক্তি আন্দোলন ২৯ মে এই মত প্রকাশ করেছে যে , তারা অব্যাহতভাবে হাতে হাত মিলিয়ে দক্ষিণ-উত্তর শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করবে , যাতে দেশ যুদ্ধাবস্থায় ফিরে না যায় ।
সুদানের গণ জাতীয় কংগ্রেসের পলিট ব্যুরো আর গণ মুক্তি আন্দোলনের পলিট ব্যুরোর তিনদিনব্যাপী প্রথম যুগ্ম অধিবেশন একই দিন খার্তুমে সমাপ্ত হয়েছে । বাশির বলেছেন , দেশের এই গুরুতর সন্ধিক্ষণে সবাইকে শান্তি প্রটোকলের মর্মতেজ পোষণ করে মিলিতভাবে শান্তি গড়ে তোলা আর দেশের ব্যবস্থাপনার ঐতিহাসিক দায়িত্ব বহন করতে হবে ।
তিনি বলেছেন , উভয় পক্ষ শান্তি প্রটোকলের সম্মুখীন নানা রকম সমস্যা আর অন্তরায় নিয়ে সততার সংগে মত বিনিময় করেছে এবং এই বিষয়ে কতকগুলো ধারাবাহিক মতৈক্যে পৌঁছেছে ।
|