চীন -আরব সহযোগিতা ফোরামের দ্বিতীয় দফা মন্ত্রী পর্যায়ের সম্মেলন ৩১ মে থেকে ১ জুন পর্যন্ত পেইচিংয়ে আয়োজিত হবে । তা হচ্ছে চীনে অনুষ্ঠিত চীন-আরব সহযোগিতা ফোরামের প্রথম মন্ত্রী পর্যায়ের সম্মেলন।
এবারকার সম্মেলনের লক্ষ্য হচ্ছে চীন-আরব নতুন অংশীদারিত্বের সম্পর্ক স্থাপন করা। ২২টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী অথবা মন্ত্রীর প্রতিনিধিরা এবং আরব লীগের মহাসচিব এই সম্মেলনে অংশ নেবেন।
এই সম্মেলন আগামি দু'বছরের ফোরামের গুরুত্বপূর্ণ সহযোগিতার ক্ষেত্র যাচাই করবে এবং আগামি পর্যায়ের ফোরামের সুনির্দিষ্ট লক্ষ্য ও কর্তব্য নির্ধারণ করবে। জানা গেছে, এই সম্মেলন আরো যৌথ প্রস্তাব এবং ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ফোরাম তত্পরতা পালনের পরিকল্পনা ইত্যাদি ধারাবারিক প্রস্তাব স্বাক্ষর করবে।
২০০৪ সালের জানুয়ারি মাসে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও-এর মিসর সফরের পর এই চীন -আরব সহযোগিতা ফোরাম প্রতিষ্ঠিত হয়েছে।
|