২৯ মে রাত ৯টা ৩০ মিনিটে পূর্ব তিমুর থেকে প্রবাসী চীনা আর কর্মকর্তাদের নিয়ে চীন সরকারের ভাড়া করা দুটি বিমান পর পর সিয়ামেনের কাওছি আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছে।
এই দুটি ভাড়াটে বিমান ২৪৩জন প্রবাসী চীনা, চীনের পুঁজিবিনিয়োজক সংস্থার কর্মকর্তা এবং পূর্ব তিমুরের চীনা দূতাবাসের কর্মচারীদের আত্মীয়স্বজনদের নিয়ে এসেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্য গ্রুপও একই বিমানে স্বদেশে ফিরে এসেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়, গণ নিরাপত্তা মন্ত্রণালয়, রাষ্ট্রীয় পরিষদের প্রবাসী চীনাদের কার্যালয় প্রভৃতি সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল ব্যক্তিরা বিমান বন্দরে গিয়ে অভ্যর্থনা জানিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল বিভাগের কর্মকর্তারা বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পূর্ব তিমুরস্থ দূতাবাস অব্যাহতভাবে পূর্ব তিমুরের পরিস্থিতির উপর মনোযোগ দেবে। স্বেচ্ছায় পূর্ব তিমুরে অবস্থানরত হংকং, ম্যাকাও এবং তাইওয়ানবাসীসহ চীনাদের নিরাপত্তা রক্ষার জন্য যথাসাধ্য প্রচেষ্টা চালাবে।
|