চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিংয়ের আমন্ত্রণে, উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্যাক্ নাম সুন ৩০ মে সকালে পেইচিংয়ে পৌঁছে, তাঁর চীন সফর শুরু করেছেন।
জানা গেছে, সফরকালে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও, জাতীয় গণ-কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান থাং চিয়া স্যুয়ন প্যাক্ নাম সুনের সঙ্গে সাক্ষাত্ করবেন। লি চাও শিং তাঁর সঙ্গে বৈঠক করবেন। দু'পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক ও অভিন্ন স্বার্থজড়িত আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে মতবিনিময় করবে।
পেইচিং ছাড়া, প্যাক নাম সুন কুয়াং তোং প্রদেশ সফর করবেন।
এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও বলেছেন, প্যাক নাম সুনের সফর চীন ও উত্তর কোরিয়ার মধ্যে সমোঝতা ত্বরান্বিত করা, দু'দেশের নির্মাণ ক্ষেত্রের অভিজ্ঞতার জন্য কল্যাণকর।
|