চীনের সংস্কার ও উন্নয়ন কমিশন, বাণিজ্য মন্ত্রণালয়, জাপানের অর্থমন্ত্রণালয় , চীন ও জাপানের অর্থনৈতিক পরিষদের যৌথ উদ্যোগে চীন - জাপান শক্তি সাশ্রয়ী ও পরিবেশ সহায়ক প্রথম সার্বিক ফোরাম ২৯ মে জাপানের কিয়োটোয় অনুষ্ঠিত হয়েছে।
জাপানের অর্থমন্ত্রী নিকাই টোশিহিরো উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, চীনের অর্থনীতি দ্রুত উন্নত হচ্ছে। পরিবেশ, সম্পদের সমস্যা অর্থনৈতিক উন্নয়নের ওপর প্রভাব ফেলেছে। এই ক্ষেত্রে জাপানের কিছু অভিজ্ঞতা ও প্রযুক্তি রয়েছে। এর সঙ্গে সঙ্গে চীনের সঙ্গে বহুপাক্ষিক সহযোগিতা চলছে। জাপান আশা করে, পরবর্তীকালে দু'দেশের সহযোগিতা একটি নতুন পর্যায়ে প্রবেশ করবে।
চীনের বাণিজ্যমন্ত্রী বো সি লাই বলেছেন, শক্তি সাশ্রয় ও পরিবেশ রক্ষা ক্ষেত্রে পরস্পরের পরিপূরকতা খুবই বেশী। দ্বিপাক্ষিক সহযোগিতার সুপ্ত শক্তি খুবই ব্যাপক।
|