চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ২৯ মে পেইচিংয়ে বলেছেন , চীন তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন আর প্রচারের দিক থেকে ব্যবস্থা নিয়ে সক্রিয়ভাবে তামাক নিয়ন্ত্রণ কাঠামো চুক্তি পালন করে ।
তামাক নিয়ন্ত্রণ কাঠামো চুক্তি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রণীত প্রথম বিশ্বব্যাপী চুক্তি। তার উদ্দেশ্য সারা পৃথিবীতে বিশেষ করে উন্নয়নমুখী দেশগুলোতে তামাকের বিস্তৃতি রোধ করা । চীনসহ শতাধিক দেশ এই চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছে । এবছরের জানুয়ারী মাসে এই চুক্তি চীনে কার্যকরী হয়েছে । স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেছেন , সংশ্লিষ্ট বিভাগ চুক্তির মর্মতেজ অনুযায়ী চীনের কতকগুলো আইন ও আইনবিধি পূর্ণাংগ করে দিচ্ছে ।
চীনে ধূমপায়ীদের সংখ্যা বিশ্বের ধূমপায়ীদের মোট সংখ্যার এক তৃতীয়াংশ । ২০০৮ সালে ধূমপানমুক্ত অলিম্পিক গেম্স পরিচালনার জন্য চীন সক্রিয়ভাবে ব্যবস্থা নিচ্ছে ।
|