পূর্ব তিমুরের পররাষ্ট্র আর আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী জোস রামোস হোর্টা ২৮ মে রাজধানী দিলিতে বলেছেন , দিলিতে দিনে দিনে বর্ধমান ধ্বংসাত্মক ঘটনা সামনের কয়েক দিনের মধ্যেই তা আয়ত্তে আনা হবে ।
তিনি বলেছেন , একই দিন যে অগ্নিকান্ড আর লুটপাট হয়েছে , তা শুধু রাজধানীর আংশিক আঞ্চলে সীমিত ছিল । এই ধরনের পরিস্থিতি সামনের দু' তিন দিনে আয়ত্তে আনা হবে বলে আশা করা যাচ্ছে ।
একই দিন পূর্ব তিমুরে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সু চিয়ান বলেছেন , ২৯ মে দিলি থেকে প্রবাসী চীনাদের সরিয়ে নেয়ার জন্য চীনের রাষ্ট্রীয় পরিষদ দু'টি বিমান পাঠিয়েছে । বর্তমানে পূর্ব তিমুরে চীনা দূতাবাসে মোট ২ শতাধিক প্রবাসী চীনা আশ্রয় নিচ্ছেন ।
জাতি সংঘের কয়েক শো কর্মী ২৮ মে দিলি থেকে সরে গেছেন । এর সংগে সংগে কয়েক হাজার স্থানীয় বাসিন্দাও দিলি থেকে চলে গেছেন ।
|