চীন-আসিয়ান আধুনিক কৃষি বিজ্ঞান প্রদর্শনী উদ্যানের নির্মাণকাজ ২৮ মে দক্ষিণ চীনের কুয়াংশি প্রদেশের বাইসে শহরে শুরু হয়েছে। এই উদ্যানের উদ্দেশ্য হচ্ছে আসিয়ান দেশগুলো আর চীনের কৃষি খাতের নতুন প্রযুক্তি সম্প্রসারণ করা । এই উদ্যানকে আন্তর্জাতিক কৃষি বিজ্ঞান এলাকায় রূপান্তরিত করা হবে।
জানা গেছে, প্রদর্শনী উদ্যানের নির্মাণ চীন, আসিয়ান তথ্য গোটা বিশ্বের নতুন কৃষি প্রজাতি, নতুন প্রযুক্তি, নতুন উত্পাদনের সাজসরঞ্জাম , নতুন উত্পাদনের পদ্ধতি, আঞ্চলিক কৃষি অর্থনীতি এবং স্থানীয় সংস্কৃতি প্রভৃতি সব দিক দিয়ে প্রদর্শন করা হবে। এর ভিত্তিতে প্রায় গ্রীষ্মমন্ডলীয় বৈশিষ্ট্যসম্পন্ন কৃষি প্রদর্শনী আর সম্প্রচারের ঘাঁটি এবং কৃষি প্রযুক্তি , অর্থনীতি, সংস্কৃতি ক্ষেত্রে চীন-আসিয়ান আদান-প্রদান ও সহযোগিতার প্লাটফর্ম প্রতিষ্ঠিত হবে।
এই প্রদর্শনী উদ্যানের মোট পুঁজিবিনিয়োগ ৩ কোটি ইউয়ান রেনমিনপি বেশি, এতে মোট ছয়টি প্রদর্শনী এলাকা থাকবে।
|