৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। চলতি বছরের বিশ্ব পরিবেশ দিবসে চীনের প্রসঙ্গ হচ্ছে "প্রাকৃতিক নিরাপত্তা আর পরিবেশ-সহায়ক সমাজ"। ২৮ মে পেইচিংয়ের ২ লক্ষেরও বেশি গাড়ি-চালক বিশ্ব পরিবেশ দিবসে গাড়ি না চালিয়ে সবুজ পদ্ধতি বেছে নিয়ে বাইরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
পেইচিংয়ের ১৩২টি গাড়ি প্রেমী সোসাইটি আর গাড়ি ক্লাবের যৌথ উদ্যোগে গাড়ি-চালকরা বিশ্ব পরিবেশ দিবসে গাড়ি না চালানোর সিদ্ধান্ত নেন। কিছু গাড়ি-চালক বলেছেন, এবারকার তত্পরতায় অংশ নেয়ার উদ্দেশ্য হচ্ছে পরিবেশ সুরক্ষার চিন্তাভাবনা সকলের মনে গভীরভাবে এঁকে দেওয়া।
পেইচিংয়ের পরিবেশ রক্ষা বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, যদি ৫ জুন ২ লক্ষ গাড়ি না চলে, সেই দিন পেইচিংয়ের আবহাওয়ায় প্রায় ২৮০টন দূষণসৃষ্টিকারী উপাদান কমবে।
|