v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-29 17:03:29    
২৯ মে

cri
    প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট কেনিডির জন্ম

    ১৯১৭ সালের ২৯ সে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট কেনিডি জন্ম গ্রগণ করেন। ১৯৬১ সালে তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট । ১৯৬৩ সালের ২২ নভেম্বর তিনি গুপ্ত ঘাতকের গুলিতে প্রাণ হারান।

    যুক্তরাষ্ট্র কিউবারে তার অধিকার পরিত্যাগ করে

    ১৯৩৪ সালের ২৯ মে তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট রোসফের স্বাক্ষরিত একটি চুক্তি অনুযায়ী, কিউবারের অভ্যন্তরীণ ব্যাপারে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বাতিল করা হয়। এতে প্রতিপন্ন হয় যে দু'দেশের সম্পর্ক একটি নতুন পযার্য়ে উন্নীত হয়।

    মানব জাতি প্রথমবার জুমুলামা শৃংগে আরোহন করেন

    ১৯৫৩ সালের ২৯ মে নিউজিল্যান্ডের পবর্তারোহী বিশ্বের সবোর্চ্চ শৃংগ---জুমুলামা শৃংগে আরোহন করেন। তিনি ছিলেন প্রথম মানুষ যিতি বিশ্বের এই সবোর্চ্চ শৃংগে আরোহন করেন।

    প্রেসিডেন্ট নিকসেন সৌভিয়েত ইউনিয়ন সফর করেন

    ১৯৭২ সালের ২৯ মে তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট নিকসেন সৌভিয়েত ইউনিয়নে তাঁর এক সপ্তাহব্যাপী সফর করেন। সফরকালে তিনি সৌভিয়েত ইউনিয়নের তত্কালীন প্রেসিডেন্ট বোরেজনিফের সঙ্গে বৈঠক করেন। সফর শেষ হওয়ার আগে প্রকাশিত একটি যৌথ চুক্তিতে দুই নেতে স্বীকার করেন যে ভিয়েতনাম যুদ্ধের ব্যাপারে দু'দেশের মধ্যে মতভেদ বিরাট, কিন্তু দু'পক্ষ যথাসম্ভব 'সামরিক সংঘর্ষ' এড়াতে রাজি হয়। মধ্য ইউরোপে শসস্ত্র শক্তি কমানোর ব্যাপারে দুই প্রেসিডেন্ট এক মত হয়।

    সন ছিং লিন শেষ নি:স্বাস ত্যাগ করেন

    ১৯৮১ সালের ২৯ মে চীনের মহান বিপ্লবী পথিকৃত ড: সান ইয়াত সেনের বিধবা সন ছিং লিন মারা যান। চীন ছিলেন চীনের ইতিহাসের শ্রেষ্ঠ নারী নেতা। ১৯৪৯ সালে তিনি চীনা সরকারের ভাইস প্রেসিডেন্ট নিবার্চিত হন। ১৯৫৪ সালের তিনি চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারমান তিবার্চিত হন। ১৯৫৯ সালে তিনি চীনের ভাইস প্রেসিডেন্ট নিবার্চিত হন।১৯৮১ সালের ১ মে চীনের কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটি তাকে কমিউনিষ্ট পাটির সদস্য গ্রহণ করে। ১৯৮১ সালের ১৬ মে তিনি সম্মানীয় প্রেসিডেন্টের পদ ভূষিত হন।

    মাকির্ন –সৌভিযেত শীর্ষ বৈঠক

    ১৯৮৮ সালের ২৯ মে থেকে ২ জুন পযর্ন্ত মস্কোতে তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট রিগন আর সৌভিয়েত ইউনিয়নের তত্কালীন প্রেসিডেন্ট গবার্চফের মধ্যে চতুর্থ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। দু'পক্ষের মধ্যে নিরস্ত্রীকরণ, মানবাধিকার এবং দ্বিপাক্ষীক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

    চীন বিশ্ব শান্তি-রক্ষী তত্পরতায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

    ১৯৯৭ সালের ২৯ মে জাতি সংঘস্থ চীনের ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি ওয়াং শিউ শিয়েন বলেন, চীন নীতিগতভাবে জাতি সংঘের শান্তি-রক্ষী তত্পরতায় যোগ দেবে।

    চতুর্থ এশিয়া-প্যাসিফিক রেড ক্রস সম্মেলন সমাপ্ত

    ১৯৯৩ সালের ২৯ মে চতুর্থ এশিয়া-প্যাসিফিক রেড ক্রস সম্মেলন পেইচিংএ সমাপ্ত হয়। এই অঞ্চলের ৩১টি দেশ এই সম্মেলনে অংশ নেন। সম্মেলনে 'পেইচিং ঘোষণা' প্রকাশিত হয়।