২৯ মে দক্ষিণ ও উত্তর কোরিয়ার প্রতিনিধিরা উত্তর কোরিয়ার গ্যাসংয়ে দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট কিম দায়ে জুংয়েরং উত্তর কোরিয়া সফরের ব্যাপার নিয়ে দ্বিতীয় দফা কর্ম বৈঠক করেছেন।
এবারকার বৈঠকে দু'পক্ষ অব্যাহতভাবে উত্তর কোরিয়া কিম দায়ে জুংয়ের সুনির্দিষ্ট সফর, সফরদলের মাত্রা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছে।
এবারকার বৈঠকে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের প্রধান হচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রাক্তন একায়ন মন্ত্রণালয়ের কর্মকর্তা জোং সে হিউন এবং উত্তর কোরিয়ার পক্ষের প্রধান হচ্ছেন উত্তর কোরিয়া এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি কমিটির ভাইস-চেয়ারম্যান রি জোং হিওক।
গত মাসে ১৮তম দক্ষিণ ও উত্তর কোরিয়ার মন্ত্রী পর্যায়ের বৈঠককালে, পিয়ং ইয়ং কিম দায়ে জুংয়ের সফর প্রশ্নে সম্যত হয়েছে। জুন মাসের শেষে উত্তর কোরিয়ায় কিম দায়ে জুং চারদিনব্যাপী সফর করবেন বলে দু'পক্ষ সিদ্ধান্ত নিয়েছে।
|