২৯ মে চীনের গণ-নিরাপত্তা মন্ত্রী চৌ ইয়োং খাং পেইচিংয়ে নামিবিয়ার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও সাধারণ অভিশংসক পেনদুকেনি ইভুলা-ইথানার সঙ্গে সাক্ষাত্ করেছেন। দু'পক্ষ অধিকতরভাবে আইন বিচার ও সংসদ ক্ষেত্রে দু'দেশের আদান প্রদান ও সহযোগিতা জোরদার করার কথা বলেছে।
চৌ ইয়োং খাং বলেন, চীন দু'দেশের আর্থ-বাণিজ্য ও মানুষের যোগাযোগ ত্বরান্বিত এবং দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সম্পর্ক গভীর করতে ইচ্ছুক। তিনি বলেন, চীন ও নামিবিয়ার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীদের স্বাক্ষরিত ফৌজদারী ও আইন বিচার সাহায্য সংক্রান্ত চুক্তি, ভবিষ্যতে দু'দেশ আইন প্রয়োগ ক্ষেত্রে কার্যকর সহযোগিতা চালানো এবং মিলিত প্রচেষ্টায় আন্তঃদেশীয় ফৌজদারী অপরাধ দমন করার জন্যে গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি স্থাপন করেছে।
ইভুলা নামিবিয়ার আইন বিচারের সংশ্লিষ্ট পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা করেছেন, এবং নামিবিয়া আগের মতো চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা, বিশেষ করে আইন ও বিচার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক বলে জানিয়েছেন।
|