v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-29 15:16:17    
২৩--২৯ মে, ২০০৬

cri
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর চীন সফর শুরু

চীনের প্রতিরক্ষামন্ত্রীছাও কাংছুয়ানের আমন্ত্রণে ভারতের প্রতিরক্ষামন্ত্রী প্রণব মুখার্জী ২৮ মে বিকালে পেইচিংয়ে পৌঁছে চীনে ছয়দিন ব্যাপী সফর শুরু করেছেন।

এটা হচ্ছে তিনি ভারতের প্রতিরক্ষামন্ত্রী নিযুক্ত হবার পর তাঁর প্রথম চীন সফর । সফরকালে তিনি চীনের রাষ্ট্রীয় নেতৃবৃন্দ এবং সামরিক নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত্ ও বৈঠক করেন এবং চীনের কানসু ও শাংহাই সফর করবেন।

চীন-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী উপলক্ষে পাকিস্তানস্থ চীনা দূতাবাসের অভ্যর্থনা অনুষ্ঠান

২১ মে রাতে ইসলামাবাদে চীনা দূতাবাস দু'দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫৫তম বার্ষিকী উপলক্ষে অভ্যর্থনা অনুষ্ঠান উদযাপন করেছে।

পাকিস্তানের সিনেটের চেয়ারম্যান মিঞা মোহাম্মদ সোমরো, পররাষ্ট্রমন্ত্রী খুর্শিদ মাহমুদ কাসুরি এবং বিভিন্ন দেশের কূটনীতিকসহ মোট ৬০০জন অভ্যর্থনায় অংশ নিয়েছেন।

কাসুরি ভাষণ দেয়ার সময়ে বলেছেন, পাকিস্তান-চীন সম্পর্ক হলো দীর্ঘকালীণ সময়ের মধ্যে গঠিত বন্ধুত্বপূর্ণ সুপ্রতিবেশী সম্পর্ক। আন্তর্জাতিক পরিস্থিতি পরিবর্তন হলেও দু'দেশ সম্পর্ক সুসংবদ্ধ রেখেছে, ভিন্ন সামাজিক ব্যবস্থার সহাবস্থানের নমুনা সৃষ্টি করেছে।

কাসুরি বলেছেন, দ্বিপাক্ষিক ঐতিহ্যিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সম্প্রসারিত করা উচিত। দু'পক্ষ সহযোগিতা আরো সম্প্রসারণ করে ২১ শতাব্দীতে প্রকৌশল সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক উন্নয়ন করার জন্য প্রচেষ্টা চালানো উচিত।

আনানঃ চীন -জাতিসংঘ সম্পর্ক জাতিসংঘের ভবিষ্যতের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ

চীন সফররত জাতিসংঘ মহা সচিব কফি আনান ২৩ মে পেইচিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেয়ার সময়ে বলেছেন , চীন-জাতিসংঘ সম্পর্ক জাতিসংঘের ভবিষ্যতের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

আনান বলেছেন , চীনের পরিবর্তন, চীনের বর্ধমান গঠনমূলক নেতৃদানের ভূমিকা এবং জাতিসংঘে চীনের সক্রিয় অংশগ্রহণের কারণে লোকেরা চীনের উন্নয়ন সম্পর্কে আশাবাদী । অর্থনৈতিক নির্মাণ, দারিদ্র্য বিমোচন এবং উন্নয়নমুখী দেশগুলোর সঙ্গে সহযোগিতা করার ক্ষেত্রেচীন যে অগ্রগতি লাভ করেছে আনান তার প্রশংসা করেছেন । তিনি বলেছেন , চীন শুধু অর্থনীতি ও সমাজ উন্নয়নে অগ্রগতি লাভ করেনি বরং আন্তর্জাতিক শান্তি ও সমষ্টিগত নিরাপত্তা বাস্তাবায়নেও সক্রিয় ভূমিকা পালন করেছে । কোরীয় উপদ্বীপের পামাণু সমস্যার ছ'পক্ষীয় বৈঠকের উদ্যোক্তা রাষ্ট্রহিসেবে চীন এই জরুরী সমাস্যা সমাধানের জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৫৯তম সম্মেলনে তাইওয়ান সম্পর্কিত প্রস্তাব নাকচ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৫৯তম সম্মেলন ২২ মে জেনিভায় শুরু হয়েছে। কিছু দেশ দশম বারের মতো তাইওয়ান সম্পর্কিত প্রস্তাবটি আবার দাখিল করেছে, কিন্তু তা পূর্ণাঙ্গ অধিবেশনে আবার নাকচ করা হয়েছে।

অংশগ্রহণকারী চীনের প্রতিনিধি দলের নেতা, স্বাস্থ্য মন্ত্রী কাও ছিয়াং ভাষণ দেয়ার সময়ে বলেছেন, অল্প কিছু দেশ তাইওয়ানী জনগণের স্বাস্থ্য উদ্বেগের নামে তাইওয়ানকে পর্যবেক্ষক হিসেবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অংশ নেয়ার অনুমতি দেয়ার প্রস্তাব দিয়েছে। তা আসলে স্বাস্থ্যের ব্যাপার নয়, রাজনৈতিক ব্যাপার। কারণ স্বাধীন তাইওয়ান প্রয়াসীরা আন্তর্জাতিক অবকাশ অন্বেষণের চেষ্টা চালাচ্ছে।

কাও ছিয়াং বলেছেন, চীন সরকার তাইওয়ানীদের স্বাস্থ্যের উপর উচ্চ গুরুত্ব দেয়। চীনের সরকার বাস্তব মতাধিষ্ঠান পোষণ করে দু'তীরের স্বাস্থ্য বিষয়ক আদানপ্রদান ও সহযোগিতা ত্বরান্বিত করতে বিরাট প্রয়াস চালিয়েছে এবং তাইওয়ানী জনগণ ও আন্তর্জাতিক সমাজের স্বীকৃতি পেয়েছে।

ভারত ৫৯জন পাকিস্তানী জেলেকে মুক্তি দেবে

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ২৩ মে ঘোষণা করেছে যে, ভারত ২৭ মে ৫৯জন পাকিস্তানী জেলেকে মুক্তি দেবে এবং তা মানবাধিকারের দিক থেকে এক রকম বন্ধুত্বপূর্ণ মতাধিষ্ঠান মনে করে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত একটি ইস্তাহারে বলা হয়েছে, এই ৫৯জন পাকিস্তানী জেলে গত সেপ্টেম্বর মাস থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অবৈধভাবে ভারতের জলাঞ্চলে প্রবেশ করার কারণে ভারতীয় পুলিশ তাদের গ্রেফতার করেছে। জানা গেছে জেলেরা রাজস্তানের মুনাবাও থেকে ভারত-পাকিস্তান এক্সপ্রেস ট্রেনে পাকিস্তানে ফিরে যাবেন।

ইস্তাহারে আরো বলা হয়েছে, বর্তমানে পাকিস্তানে ৫০৫জন ভারতীয় জেলে বন্দী আছে। তাদের মুক্তির জন্য ভারত পক্ষ আরো প্রচেষ্টা চালাবে।

নেপালের সরকার ও সরকার বিরোধী সশস্ত্র গ্রুপের আপোসরফা

২৬ মে নেপালের সরকার ও সরকার বিরোধী সশস্ত্র সংস্থা কাঠমানডুর পূর্বাঞ্চলের একটি গ্রামে ছয় ঘন্টা আলোচনা চালিয়েছে, এবং তাতে " ২৫ ধারা মূলনীতি" গৃহীত হয়েছে। তাতে সংসদ নির্বাচনের পথ সুগম করা হয়েছে।

নেপালের রাষ্ট্রীয় বেতার ২৭ মে বলেছে, " ২৫টি মূল প্রস্তাবের " গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে সেনাবাহিনী ও সশস্ত্র শক্তির আবর আলোচনা করা, আলোচনাকালে সব রকম সামরিক তত্পরতা বন্ধ রাখা, দ্বিপাক্ষিক রাজনৈতিক বন্দীকে মুক্তি দিতে হবে, দু'পক্ষ আরো সুনিশ্চিত করেছে যে সশস্ত্র সংঘর্ষের জন্য গৃহহারা লোক আবার নিজের ঘরবাড়িতে ফিরে আসবে।

নেপালী রাজা জ্ঞানেন্দ্র মন্ত্রীসভায় ১১জন নতুন সদস্যের নামোর তালিকা

অনুমোদন করেছেন

নেপালের রাজার তথ্য মাধ্যম সূত্রে জানা গেছে, ২২ মে নেপলী রাজা জ্ঞানেন্দ্র প্রধানমন্ত্রীর সুপারিসে ৫জন মন্ত্রী ও ৬জন প্রতিমন্ত্রীকে মন্ত্রীসভায় যোগ দেয়ায় অনুমতি দিয়েছেন। তাতে নেপালের মন্ত্রীসভায় মোট ১৮জন সদস্য হয়েছে।

নব নির্বাচিত ৫জন মন্ত্রী হলেন জল সম্পদ মন্ত্রী, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী, সংস্কৃতি,পর্যটন ও বিমান মন্ত্রী, শিক্ষা ও ক্রীড়া মন্ত্রী এবং আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী।

পরে জল-সম্পদ মন্ত্রী ছাড়া অন্য ৪জন মন্ত্রী ও ৬জন প্রতিমন্ত্রী একই দিনে বিকেলে শপথ গ্রহণ করেছেন।

শ্রীলংকার ইউনাইটেড পিপলস ফ্রিম অ্যালায়েন্স দ্বিতীয় দফা স্থানীয় নির্বাচনে জয়ী

শ্রীলংকার নির্বাচন কমিটি ২১ মে রাতে প্রকাশিত দ্বিতীয় দফা স্থানীয় নির্বাচনের ফলাফল অনুযায়ী বর্তমানে নেতৃপক্ষ-ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স ২০টি স্থানীয় কাউন্সিলের মধ্যে ৬টিতে জয়লাভ করেছে।

তাছাড়া, শ্রীলংকার বৃহত্তম বিরোধী দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি ৪টি স্থানীয় কাউন্সিলের অধিকাংশ আসন জয় করেছে কিন্তু দ্য তামিল ন্যাশনাল অ্যালায়েন্স শুধু একটিতে জয়লাভ করেছে।

উল্লেখ্য ৩০ মার্চ অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স অন্য ২৬৬টি স্থানীয় কাউন্সিলের ২২৫টি আসন পেয়েছে।

বুশ-ব্লেয়ার: ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের সময়সূচি নির্ধারণ করবেন না

মার্কিন প্রেসিডেন্ট বুশ এবং সফররত ব্রিটনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ২৫ মে একটি যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, ইরাকের নতুন সরকার ইরাকের নিরাপত্তার ব্যাপার দায়িত্ব গ্রহণের আগে , যুক্তরাষ্ট্র আর ব্রিটেন ইরাক থেকে সৈন্য প্রত্যাহারের সময়সূচি নির্ধারণ করবে না ।

এ বছরের শেষ নাগাদ ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীর সৈন্য সংখ্যা এক লক্ষে দাঁড়ানোর বিষয়ে বুশ কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেন নি । তিনি বলেছেন, ইরাকের নিরাপত্তা পরিস্থিতির সুনিশ্চয়তার জন্যে,যুক্তরাষ্ট্র ইরাকে প্রয়োজনীয় সামরিক শক্তি বজায় রাখবে । ব্লেয়ার বলেছেন, ইরাকী নিরাপত্তা বাহিনীর লক্ষ্য হচ্ছে " ধীরে ধীরে ইরাকের নিরাপত্তা সুরক্ষার দায়িত্ব গ্রহণ করা।"

২২ মে ব্লেয়ার আকস্মিকভাবে ইরাক সফরকালে ইরাকের নতুন সরকারের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির সঙ্গে বৈঠক করেছেন । মালিকি বলেছেন, এই বছরের জুন মাসে ইরাকী নিরাপত্তা বাহিনী ইরাকের দু'টি প্রদেশের নিরাপত্তা দায়িত্ব পালনের সামর্থ্য আছে এবং ২০০৭ সালের শেষ নাগাদ ইরাকের প্রত্যেক প্রদেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে পারবে ।

ফিলিস্তিনি কর্মকর্তা: আলাপ-পরামর্শের মাধ্যমে ফিলিস্তিন-ইসরাইল শান্তি বাস্তবায়ন করা উচিত

২৪ মে ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আব্বাসের মুখপাত্র নাবিল আবু রদেনেহ রামাল্লাহতে আবার জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিন আর ইসরাইলের উচিত আলাপ-পরামর্শের মাধ্যমে শান্তি বাস্তবায়ন করা। একই দিন, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জিন-বাপ্টিস্টে মাত্তেই জোর দিয়ে বলেছেন, মধ্য-প্রাচ্যের শান্তিপূর্ণ রোড ম্যাপ হচ্ছে মধ্য-প্রাচ্যের শান্তি বাস্তবায়নের কর্মসূচিও দলিলপত্র, এটা ফিলিস্তিন-ইসরাইল সংকট সমাধানের একমাত্র উপায়।

আবু-রদেনেহ বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমর্ট একীপক্ষীয়ভাবে ফিলিস্তিন-ইসরাইল সীমান্ত প্রণয়নের পরিকল্পনা অনুপ্রেরণাদের না। ফিলিস্তিন "রোডম্যাপকে" সম্মান এবং বাস্তবায়ন করবে, ফিলিস্তিন এবং ইসরাইলের উচিত রোড ম্যাপের ভিত্তিতে আলোচনা করা।

খবরে প্রকাশ, ২৪ মে রামাল্লাহের কেন্দ্রীস্খলের দিকে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী ও ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে সংঘাত ঘটেছে, তাতে চারজন ফিলিস্তিনী নাগরিক নিহত, ৩৫জন আহত ও পাঁচজন ফিলিস্তিনী সশস্ত্র ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মিসর ইসরাইলকে ফিলিস্তিনের প্রতি সামরিক তত্পরতা যথাশীঘ্র বন্ধ করার তাগিদ জানিয়েছে।

সুদানে আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘের কারিগরি মূল্যায়ন গ্রুপের প্রবেশের ব্যাপারে সুদানের সম্মতি

জাতিসংঘ সুদান সসস্যা বিষয়ক বিশেষদূত লাখদার ব্রাহিমি ২৫ মে সুদানের রাজধানী খার্তুমে বলেছেন , সুদানে আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘ কারিগরি মূল্যায়ন গ্রুপের প্রবেশের ব্যাপারে সুদান সরকার সম্মত হয়েছে ।

একই দিন ব্রাহিমি সুদানের প্রেসিডেন্ট আল বাশিরের সংগে এক বৈঠকে মিলিত হন । বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেছেন , সুদান সরকারের অনুমোদনক্রমে আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘ কারিগরি মূল্যায়ন গ্রুপ আগামী কয়েক দিনের মধ্যে তাদের কাজ শুরু করবে । তারা সুদানের পশ্চিমাংশের দারফুর এলাকায় গিয়ে সেখানে মোতায়েন আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষী বাহিনীর চাহিদা পর্যবেক্ষণ করবেন এবং দারফুরে শান্তিরক্ষী কর্তব্যকে জাতিসংঘের কাছে হস্তান্তরের জন্যে প্রস্তুতি নেবেন ।

৫৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন সমাপ্ত

৫৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ২৭ মে জেনিভায় সমাপ্ত হয়েছে । এবারকার সম্মেলনে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ প্রতিষেধন ও মোকাবিলা, এইড্জ রোগ নিয়ন্ত্রণ এবং বিশ্বায়নের প্রক্রিয়ায় স্বাস্থ্যের উন্নয়ন ত্বরান্বিতকরণ ইত্যাদি সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।

সম্মেলনটিতে গৃহীত এক প্রস্তাবে, স্বেচ্ছার ভিত্তিতে অবিলম্বে" আন্তর্জাতিক স্বাস্থ্য চুক্তির" বার্ড ফ্লু ও মানুষের ফ্লুর প্রকোপ সংক্রান্ত ধারাগুলো কার্যকরীকরণের প্রশ্নে মতৈক্য হয়েছে এবং কতকগুলো উন্নয়নশীল দেশে গুরুতরভাবে প্রচলিত " উপেক্ষিত রোগ" নিয়ে গবেষণা চালানোর দাবি জানানো হয়েছে।

আগেকার মতো এবারকার সম্মেলনেও "তাইওয়ানকে পর্যবেক্ষক হিসেবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অংশ নেয়ার আমন্ত্রণ জানানোর প্রস্তাব নাকচ করা হয়েছে। তা'ছাড়া সম্মেলন চলাকালে প্রকাশিত রিপোর্টে ডায়বেটিক্স, হাঁপানি, হৃত্ পিণ্ডের রক্তপ্রণালী রোগ ইত্যাদি চিকিত্সার ওষুধের পেটেণ্ট ক্ষেত্রে বাধানিষেধ ভেঙ্গে দেয়ার ব্যাপারে গরীব দেশকে সুবিধা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে, যাতে ওষুধের দাম কমানো যায় এবং হাজার হাজার রোগীর জীবন বাঁচানো যায়।

"এশিয়ার ভবিষ্যত" সংক্রান্ত ১২তম আন্তর্জাতিক সম্মেলন টোকিওতে শুরু

২৫ মে "এশিয়ার ভবিষ্যত" সংক্রান্ত ১২তম আন্তর্জাতিক আলোজনা সম্মেলন টোকিওতে অনুষ্ঠিত হয়েছে । এশিয়ার বিভিন্ন দেশগুলো আর যুক্তরাষ্ট্রের নেতা, পন্ডিত ও সংবাদ মহলের ব্যক্তিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন ।

এবারকার সম্মেলনের শিরোনাম হচ্ছে "এশিয়ার কমনওয়েল্থের পথে চলার ---চিন্তা ও প্রত্যাশা" মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমেদ বাদাভী একইদিনে মূল্য ভাষণ দিয়েছেন । তিনি জোর দিয়ে বলেছেন, এশিয়া কমনওয়েল্থ প্রতিষ্ঠার প্রধান বিষয় হচ্ছে "ঐক্যবদ্ধ হওয়া , বিশ্বাস করা ও বাস্তবায়ন করা"। বিভিন্ন দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ ও সহযোগিতা না থাকলে, পূর্ব এশিয়া কমনওয়েল্থের লক্ষ্য বাস্তবায়িত হবে না ।

"এশিয়ার ভবিষ্যত" আন্তর্জাতিক আলোচনা সম্মেলন জাপান অর্থনীতি সংবাদ সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে । ১৯৯৫ সাল থেকে প্রত্যেক বছর এ সম্মেলন আয়োজিত হয় ।