v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-05-29 10:49:04    
ইউরোপীয় ইউনিয়ন-রুশ  শীর্ষ সম্মেলন

cri
    বিংশ শতাব্দির নব্বইয়ের দশকে স্নায়ু যুদ্ধের অবসানের সংঙ্গে সংঙ্গে ইইউ ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক প্রশমিত হয় এবং জোরদার হয়ে ওঠে ।

    ১৯৯৩ সালের ডিসেম্বর মাসে ইইউ ও রাশিয়া ব্রাসেল্সে " অংশীদারী ও সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠা সংক্রান্ত যুক্ত রাজনৈতিক বিবৃতি " স্বাক্ষর করে এবং ৬ মাস পর পর নিয়মিত শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের ব্যবস্থা চালু করার ঘোষণা দেয় ।

    ১৯৯৪ সালের ২৪ জুন রুশ প্রেসিডেন্ট বোরিস ইয়েলত্সিন ইইউ'র নেতাদের সংগে গ্রীসে দশ বছর মেয়াদী " অংশীদারী সম্পর্ক ও সহযোগিতাচুক্তি" স্বাক্ষর করেন । তখন থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক একটি নতুন স্তরে উন্নীত হয় ।

    ১৯৯৮ সালের ১৫ মে ব্রিটেনের বার্মিংহামে ইইউ-রুশ প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলন শেষে প্রকাশিত একটি বিবৃতিতে জোর দিয়ে বলা হয় , ইইউ ও রাশিয়ার মধ্যে রণকৌশলগত ও অংশীদারী সম্পর্ক উন্নয়ন ইউরোপ মহাদেশের শান্তি , স্থিতিশীলতা ও সমৃদ্ধি ত্বরান্বিত করবে ।

    ১৯৯৯ সালের ২২ অক্টোবর উভয় পক্ষ হেলসিন্কিতে অনুষ্ঠিত চতুর্থ শীর্ষ সম্মেলনে গৃহীত ২০০০-২০১০ মধ্যবর্তী পারস্পরিক সম্পর্কের আনুসঙ্গিক রণকৌশলে দু পক্ষের অংশীদারী সম্পর্কের উন্নয়ন কাঠামো নির্ধারিত হয় ।

    ২০০১ সালের ১৭ মে মস্কোত অনুষ্ঠিত ইইউ- রুশ সপ্তম শীর্ষ সম্মেলন শেষে প্রকাশিত একটি যুক্ত বিবৃতিতে আবার ঘোষণা করা হয় , উভয় পক্ষ একবিংশ শতাব্দিতে অব্যাহতভাবে তাদের রণকৌশলগত , সহযোগিতামূলক ও অংশীদারী সম্পর্ক জোরদার করবে এবং ৫ থেকে ১০ বছরের মধ্যে ইউরোপীয় একক অর্থনৈতিক অবকাশ গড়ে তুলবে ।

    ২০০২ সালে ১১ নভেম্বর ব্রাসেল্সে অনুষ্ঠিত দশম শীর্ষ সম্মেলনে দু পক্ষ প্রধানত ইইউ'র বিস্তারজনিত রাশিয়ার ক্যারিনিগ্রাড ছিটমহল ও শক্তি সম্পদের সমস্যা নিয়ে আলোচনা করে এবং এই ব্যাপারে একমত হয় । এবারের সম্মেলন ইইউ'র অবাধ বিস্তার ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরো বাড়ানোর জন্যে মজবুত ভিত্তি স্থাপন করে ।

    ২০০৩ সালের ৩১ মে সেন্টপিটার্সবুর্গে অনুষ্ঠিত একাদশ শীর্ষ সম্মেলনে উভয় পক্ষ ইইউ-রুশ একক অর্থনৈতিক অবকাশ , একক স্বাধীনতা ,নিরাপত্তা ও আইনের অবকাশ , একক বহিরাগত অবকাশ ও একক বিজ্ঞান , শিক্ষা ও সংস্কৃতির অবকাশ প্রতিষ্ঠার পরিকল্পনা উত্থাপন করে ।

    ২০০৪ সালের ২১ মে ইইউ-রুশ ত্রয়োদশ শীর্ষ সম্মেলন মস্কোতে অনুষ্ঠিত হয় । উভয় পক্ষ বিশ্ব বাণিজ্য সংস্থায় রাশিয়ার যোগদানের ব্যাপারে ইইউ'র সমর্থনদান সংক্রান্ত প্রটোকল স্বাক্ষর করে । একই বছরের ২৫ নভেম্বর চতুর্দশ ইইউ-রুশ শীর্ষ সম্মেলন হেগে অনুষ্ঠিত হয় । দু পক্ষ প্রধানত অর্থনীতি, আইন ও নিরাপত্তা এবং শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রের সহযোগিতার অগ্রগতি নিয়ে মত বিনিময় করে ।

    ২০০৫ সালের ১০ মে মস্কোতে পঞ্চদশ ইইউ-রুশ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় । সম্মেলনে ইইউ ও রাশিয়ার মধ্যে চারটি একক অবকাশ প্রতিষ্ঠার রোড ম্যাপ সংক্রান্ত দলিলপত্র গৃহীত হয় ।