২৮ মে লেবাননের দক্ষিণ শান্তিরক্ষী বাহিনীস্থ জাতিসংঘের মুখপাত্র স্ট্রুগেল বৈরুতে বলেছেন , জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী লেবানন ও ইস্রাইলের মধ্যে সীমান্ত যুদ্ধবিরতি চুক্তির স্বাক্ষরের ব্যাপারে চাপ দিচ্ছে।
তিনি বলেছেন, একইদিনে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী লেবানন ও ইস্রাইলের সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে অব্যাহত যোগাযোগ করেছে এবং তাদের সীমান্ত যুদ্ধবিরতি চুক্তির স্বাক্ষর করার তাগিদ দিয়েছে ।
একইদিন ভোরবেলায় ইস্রাইলের দক্ষিণাঞ্চলের ওপর দক্ষিণ লেবাননের কাটয়ুশা রকেটের হামলা চালানো হয়েছে । ইস্রাইলী বাহিনী প্রতিশোধমূলক হামলা করেছে । একইদিন সকালে যুদ্ধ বিমান ব্যবহার করে লেবাননে ফিলিস্তিন মুক্তি পপুলার ফ্রন্টের দু'টি ঘাঁটির ওপর হামলা চালিয়েছে, এতে কমপক্ষে ৬ জন হতাহত হয়েছে।
একইদিন বিকেলে লেবাননের হেজবুল্লাহ ইস্রাইলের ভূভাগের সামরিক লক্ষ্যের ওপর আঘাত হেনেছে ,ইস্রাইলী বাহিনী বিমান ও কামান দেগে দক্ষিণ লেবাননে হেজবুল্লাহের ঘাঁটির ওপর হামলা চালিয়েছে ।
|