২৮ মে মিশরের প্রেসিডেন্টের মুখপাত্র সুলেইমান আওয়াদ কায়রোতে বলেছেন , আগামী সপ্তাহে মিশরের প্রেসিডেন্ট হোসনিমুবারাক মিশরের শার্ম আল-শেখে ইস্রাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে বৈঠক করবেন ।
ওয়াদ বলেছেন, এবারকার বৈঠক হচ্ছে ওলমার্ট ইস্রাইলের প্রধানমন্ত্রী হওয়ার পর মুবারাকের সঙ্গে তার প্রথম বৈঠক । দু'পক্ষ ফিলিস্তিন-ইস্রাইল পরিস্থিতি এবং ফিলিস্তিনী জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আব্বাসের সঙ্গে ওলমার্টের বৈঠকের জন্যে প্রস্তুতি নেয়া নিয়ে আলোচনা করবেন । যাতে ফিলিস্তিন ও ইস্রাইলকে যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা শুরু করতে পারে এবং ফিলিস্তিন-ইস্রাইল শান্তি প্রক্রিয়া আবার শুরু করা যায় ।
ইস্রাইলের প্রধানমন্ত্রী কার্যালয়ও একইদিনে নিশ্চিত করেছে যে , ৪ জুন মুবারাক ওলমার্টের সঙ্গে শার্ম এল-শেখে শীর্ষ বৈঠক করবেন।
|