ইরাক সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানোছের ,মোত্তাকি২৭ মে বলেছেন, ইরাকের পুনর্গঠনে সাহায্যার্থে ইরান তেল, বিদ্যুত্ আর চিকিত্সা ও স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে ইরাককে ১ বিলিয়ন মার্কিন ডলার পুঁজি বিনিয়োগ করবে ।
একই দিন ইরাকের শিয়া সম্প্রদায়ের পবিত্র নগর নাজেফে সফরকালে মোত্তাকি তথ্য মাধ্যমকে বলেছেন, ইরান সরকার ইরাককে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সাহায্য দেয়ার প্রস্তুতি নিয়েছে। তিনি আরো বলেছেন, এই প্রকল্পগুলো প্রধানতঃ ইরাকের দক্ষিণাঞ্চল আর উত্তরাঞ্চলের কুর্দিশ আবাসিক এলাকায় কেন্দ্রীভুত। ইরানী কোম্পানি এই প্রকল্পগুলো কার্যকরীকরণের জন্য প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে।
সেদিন নাজেফে মোত্তাকি ইরাকের শিয়া সম্প্রদায়ের ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি আল-সিস্তানির সঙ্গে সাক্ষাত্ করেছেন এবং ইরাকের বিভিন্ন দলের পুনর্মিলনের জন্য তাঁর প্রয়াসের প্রশংসা করেছেন।
|