চীনের উপ-জলসেচ মন্ত্রী হু সি ই ২৮ মে এই মত প্রকাশ করেছেন যে , পরবর্তী ৫ বছরে চীনে জল সম্পদের সংরক্ষণ জোরদার হবে এবং জনসাধারণের বিশুদ্ধ পানি আর নদ-নদীর দূষণমুক্ত পরিবেশ সুরক্ষা করা হবে ।
একই দিন উত্তর-পশ্চিম চীনের এরদোস্ শহরে অনুষ্ঠিত ২০০৬ সালে চীনের জল সম্পদ বিষয়ক কর্ম অধিবেশনে তিনি এ কথা বলেছেন ।
তিনি বলেছেন , পরবর্তী ৫ বছরে চীনে বিশুদ্ধ পানির উত্পত্তিস্থল ব্যবস্থাপনা চালু করা হবে , জল সম্পদের দূষণ মোকাবিলা করার জরুরী ব্যবস্থা জোরদার হবে; নদ-নদীতে দূষণ নিবারণ করার কর্মসূচি প্রণয়ন করা হবে এবং জল পরিবেশের তত্ত্বাবধান ও জরীপ আর পূর্বসতর্কজ্ঞাপক তথ্য পাঠানোর কাজ জোরদার হবে । এর সংগে সংগে ব্যাপকভাবে কৃষিতে জলসেচ আর শিল্প উত্পাদনে পানি ব্যবহার বাঁচানোর প্রকল্প ত্বরান্বিত করা হবে , যাতে জল সম্পদ ব্যবহারের হার বাড়ানো যায় ।
|