লুক্সেম্বোর্গের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জীন আসেলবোর্ন ২৭ মে ভিয়েনায় বলেছেন, ই ইউর সদস্যদেশগুলো খুব দেরী হলেও ২০০৯ সালে ' ই ইউ সংবিধান চুক্তি' অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করবে।
দুদিনব্যাপী ই ইউ পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ সম্মেলন ২৭ মে ভিয়েনার নিকটবর্তী ক্লোস্টার্নোবোর্গে শুরু হয়। এবারকার সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় ই ইউ সংবিধান চুক্তির ভবিষ্যত্ এবং ই ইউ সম্প্রসারণের প্রক্রিয়া।
জীন আসেলবোর্ন আরও জানিয়েছেন, ২০০৭ সালের জুন মাসে 'ই ইউ সংবিধান চুক্তি'র বর্তমান বিষয়বস্তু বজায় রাখা হবে কিনা, তা নিয়ে ই ইউ সিদ্ধান্ত নেবে।
|