গণতান্ত্রিক কঙ্গো স্বরাষ্ট্র মন্ত্রী মবেমবা ২৭ মে একটি সংবাদ সম্মেলনে বলেছেন, সম্প্রতি রাজধানী কিনসাসায় আটক কৃত ৩২জন বিদেশী ভাড়াটে সৈন্য কঙ্গো থেকে বহিস্কৃত হবে এবং সংশ্লিষ্ট দেশের আইন ও বিচার বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
মবেমবা বলেছেন, এসব বিদেশী আগে পেশাগত সৈন্য ছিলো। তারা গণতান্ত্রিক কঙ্গো গিয়ে ওমেগা নামক একটি নিরাপত্তা কোম্পানিতে পরিসেবা দান করে। তিনি আরো বলেছেন, তিনি সরকারের কাছে নানাবিধ সন্দেহজনক অপরাধ সাধনের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কোম্পানির কঙ্গো কার্যক্রম বন্ধ করার প্রস্তাব দেবেন।
|