চলতি বছরের প্রথম চার মাসে চীনের মফস্বল শিল্পপ্রতিষ্ঠানের উত্পাদন ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তার মোট উত্পাদন ছিল ২১৩ বিলিয়ন মার্কিন ডলার।
২৮ মে চীনের কৃষি মন্ত্রণালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
এই চার মাসে চীনের মফস্বল শিল্পপ্রতিষ্ঠানের রপ্তানী গত বছরের অনুরূপ সময়ের চেয়ে ১৭ শতাংশ বেড়েছে।
১৯৭৯ সালে চীনের সংস্কার ও মুক্তদ্বার নীতি প্রবর্তনের পর থেকে চীনের মফস্বল শিল্পের দ্রুত উন্নয়ন শুরু হয়। এখন তা চীনের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে সঙ্গে তা গ্রামবাসীদের কর্মসংস্থান সমস্যার সমাধানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
|