রাশিয়ার ফেডারেশন পরিষদের চেয়ারম্যান সের্গেই মিরোনোভ এবং রাষ্ট্রীয় দুমার চেয়ারম্যান বোরিস ক্রিজলোভের আমন্ত্রণে চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কুও রাশিয়ার পাঁচ দিনব্যাপী আনুষ্ঠানিক সফরের উদ্দেশ্যে ২৬ মে ভোলগোগ্রাদে পৌঁছেছেন। তিনি মস্কোয় অনুষ্ঠিতব্য শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর স্পীকার বৈঠকে অংশ নেবেন।
তিনি বিমান বন্দরে লিখিত ভাষণ প্রকাশ করেন। তিনি আশা করেন, তাঁর এবারকার সফর দু'দেশের রাজনৈতিক পারস্পরিক আস্থা আরো উন্নত করবে, মতৈক্য বাড়াবে, পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা আরো উন্নত করবে, ফলে দু'দেশের রণনৈতিক অংশীদারিত্বের সম্পর্কের উন্নয়নের নতুন প্রাণশক্তি যুগিয়ে দেবে।
সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, প্রধানমন্ত্রী এবং দুই পরিষদের স্পীকার উ পাং কুওয়ের সঙ্গে সাক্ষাত্ করবেন। চীনের জাতীয় গণ কংগ্রেস আর রাশিয়ার রাষ্ট্রীয় দুমার সহযোগিতা কমিটির নিয়মিত বৈঠক ব্যবস্থাও চালু হবে।
|