চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য , কেন্দ্রীয় শৃংখলা কমিটির সম্পাদক উ কুয়ান চেং ২৭ মে পেইচিংয়ে বলেছেন , চীন গ্রীসের সংগে দুর্নীতি দমনের আদান প্রদান ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক ।
চীন সফররত গ্রীসের স্বরাষ্ট্রমন্ত্রী পাভলোপুলসের সংগে সাক্ষাতের সময়ে উ কুয়ান চেং বলেছেন , অর্থনীতির বিশ্বায়ন বিকশিত হবার সংগে সংগে দুর্নীতিপ্রবণতা দিন দিন আন্তঃদেশীয় বৈশিষ্ট্যে পরিণত হয়েছে । সুতরাং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা খুবই গুরুত্বপূর্ণ । চীন সমতা আর পারস্পরিক মর্যাদা প্রদর্শনের ভিত্তিতে গ্রীসসহ বিভিন্ন দেশ , সংশ্লিষ্ট অঞ্চল আর আন্তর্জাতিক সংস্থার সংগে আদান প্রদান ও সহযোগিতা জোরদার করতে এবং দুর্নীতি দমনের আভিযান আরো গভীরে নিয়ে যেতে ইচ্ছুক ।
পাভলোপুলস সংস্কার ও উন্মুক্ততা আর দুর্নীতি দমনে চীনের অর্জিত সাফল্যের উচ্চ মূল্যায়ন করেছেন ।
|