২৭ মে পাকিস্তানের ডন পত্রিকা সূত্রে জানা গেছে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বালুচিস্তান প্রদেশের সুই জেলায় ২৬ মে সন্ধ্যায় দুটি প্রাকৃতিক গ্যাসবাহী পাইপ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যাতে বালুচিস্তান প্রদেশ ও পাজ্ঞাব প্রদেশের কিছু কিছু এলাকার প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে।
আরো জানা গেছে, প্রাকৃতিক গ্যাসবাহী পাইপের মধ্যে প্রবল বিস্ফোরন ঘটেছে বলে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই দুটি বিস্ফোরণ খুবই কম সময়ে ঘটেছে, উল্লেখ্য , বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
স্থানীয় পুলিশ বলেছে যে, এই বিস্ফোরণে কমপক্ষে ৬০টি দোকান, একটি সাবস্টেশন আর একটি পুলিশ ফাঁড়ি ধ্বংস হয়েছে। বিস্ফোরণে ঘটিত অগ্নিকান্ড কয়েক কিলোমিটার থেকে দেখা গেছে।
|