দক্ষিণ কোরিয়া সফররত চীনের বাণিজ্য মন্ত্রী বো সি লাই ২৬ মে সিউলে দক্ষিণ কোরীয় মাঝারি ও ছোট শিল্প প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ব্যক্তিদের সংগে আলোচনা করেছেন । দুপক্ষ বাণিজ্য আর পুঁজিবিনিয়োগের বিষয়ে সহযোগিতা আরো জোরদার করবে বলে মত প্রকাশ করেছে ।
আলোচনা সভায় বো সি লাই বলেছেন , চীন দক্ষিণ কোরীয় শিল্প প্রতিষ্ঠানের সংগে সহযোগিতার ওপর গুরুত্ব দেয় এবং চীনের সংগে দক্ষিন কোরীয় মাঝারি ও ছোট শিল্প প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য আরো বেশি সুযোগ সুবিধা সৃষ্টি করতে ইচ্ছুক । এর সংগে সংগে দক্ষিণ কোরিয়ায় পুঁজিবিনিয়োগ বাড়াতে চীনা শিল্প প্রতিষ্ঠানগুলোকেও চীন সরকার উত্সাহ দেবে । তিনি আরো বলেছেন , দুদেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা আরো গভীরে নিয়ে যেতে হবে ।
আলোচনা সভায় দক্ষিণ কোরীয় শিল্পপতিরা বলেছেন , বর্তমানে দুদেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক দ্রুত প্রসারিত হচ্ছে । চীন দক্ষিণ কোরিয়ার বৃহত্তম রফতানি বাজার আর পুঁজিবিনিয়োগ গ্রহীতা দেশে পরিণত হয়েছে ।
|